‘যা কিছু খারাপ সব বর্জন করবে’
প্রকাশ : ১৯ মে ২০২৪, ২০:১৫
‘যা কিছু খারাপ সব বর্জন করবে’
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম (অতিরিক্ত সচিব) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘জীবনে দুইটি বিষয় সব সময় মনে রাখবে। একটা অর্জন আর অন্যটা বর্জন। যা কিছু ভালো সব অর্জন করবে। আর যা কিছু খারাপ সব বর্জন করবে।


১৯ মে, রবিবার দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন শেষে এসব কথা বলে তিনি।


এ সময় তিনি আরও বলেন, তোমাদের এখানে এসে দেখছি কোয়ান্টাম তোমাদের এই সঠিক শিক্ষাটাই ভালোভাবে দিচ্ছে।


শহরের অনেক শিক্ষার্থীই যা পাচ্ছে না। প্রাকৃতিক পরিবেশের মাঝে তোমরা যে সুশিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছ, আমি চাই তোমরা প্রকৃত অর্থে মানুষ হও। কারণ এই বাংলাদেশে তোমাদের মতো মানুষের অনেক দরকার।


তোমাদের দেখে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ শহীদ আল বোখারী মহাজাতক আন্তরিকতার সাথে এই মানুষ গড়ার কাজটি সুন্দরভাবে করে যাচ্ছেন। খুব অল্প সময় হলেও তোমাদের সাথে কাটানো মুহূর্ত আমার জীবনে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।’


পরিদর্শনের সময় এনটিআরসিএ-এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন সদস্য যুগ্ম সচিব ড. মো. আবদুল মান্নান, উপসচিব মো. ওবায়দুর রহমান প্রমুখ সফল সঙ্গী ছিলেন।


কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার মাসুদ পারভেজ বলেন, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমের আগমন উপলক্ষ্যে শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদানের পর মনোমুগ্ধকর ব্যান্ড বাদন প্রদর্শন করেন।


এ সময় সাইফুল্লাহিল আজম স্মৃতিচারণ করে বলেন, ‘করোনায় দাফন নিয়ে কাজ করতে গিয়ে কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমের সাথে আমার প্রথম পরিচয় ঘটে। সে-সময় কোয়ান্টাম ফাউন্ডেশন ও আরেকটি প্রতিষ্ঠানের সাথে আমরা ঢাকা শহরে প্রায় ৩০ হাজার লাশ দাফন করেছিলাম। তখন কোয়ান্টাম কসমো স্কুলের কথা শুনেছিলাম। কিন্তু আজকে প্রথম দেখে গেলাম।


লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের জিমন্যাস্টিকস প্রশিক্ষণ দেখে খুব ভালো লাগল। আমার বিশ্বাস এই বাচ্চারা একদিন নিশ্চয়ই আমাদের দেশের সম্পদে পরিণত হবে।’


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com