ক্রিকেটে যেভাবে নেট রান রেট হিসাব করা হয়
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৭:২৯
ক্রিকেটে যেভাবে নেট রান রেট হিসাব করা হয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দশ দলের অংশগ্রহণে চলছে ক্রিকেট বিশ্বকাপ। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলে ৪ দল যাবে সেমিফাইনালে। তবে যদি এমন হয়, দুই দলেরই পয়েন্ট সমানে সমান। তখন নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই পাবে সেমিফাইনালের টিকেট। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে হিসাব করা হয় নেট রানরেট।


মূলত নেট রানরেট হল কোন দলের ব্যাটিং রানরেট থেকে বোলিং রানরেট বাদ দিলে যা থাকে তাই। নেট রান রেট বুঝতে হলে আগে রান রেট বোঝাটা জরুরি। রান রেট হল একটি দল ওভারপ্রতি কত রান করল সেটি। এখানে কত উইকেট হারাল তা ধর্তব্য না। ধরুন, ২০ ওভারে কোন দলের রান ১২০। তখন সেই দলের রান রেট ১২০/২০ = ৬। অর্থাৎ মোট রানকে মোট ওভার দিয়ে ভাগ দিলেই রান রেট বের হয়ে আসবে।


এবার আসি নেট রান রেটের হিসাবে। এটি বের করাও খুব জটিল নয়। বাড়তি বলতে, আপনাকে দুই-একটি যোগ-বিয়োগ করতে হবে। চলুন উদাহরণ দিয়ে বিষয়টি বুঝি।


ধরা যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ২০ ওভারে তুলল ১৬০ রান। তাহলে এই ম্যাচে বাংলাদেশের রান রেট হল ১৬০ / ২০ = ৮। জবাবে ভারত করল ১৫০ রান; ২০ ওভারেই। তখন ভারতের রান রেট হল ১৫০ / ২০ = ৭.৫। এবার আপনি এক দলের রান রেট থেকে আরেক দলের রান রেট বাদ দিলেই পেয়ে যাবেন ওই ম্যাচে নির্দিষ্ট দলের নেট রান নেট। এক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেট (৮ - ৭.৫) = +০.৫। ভারতের নেট রান রেট (৭.৫ - ৮) = -০.৫।


তবে কোন দল যদি অল আউট হয়, তাহলে ঐ ম্যাচের জন্য নির্ধারিত ওভার দিয়েই ভাগ করতে হবে। যেমন; ৫০ ওভারের একটা ম্যাচে ৪০ ওভারেই অল আউট হয়ে গেছে, তাহলে অল আউট হওয়ার কারণে পুরো ৫০ ওভার দিয়ে রানরেট হিসেব করা হবে।


এক কথায় বললে, একটি দলের রান রেট থেকে প্রতিপক্ষের রান রেট বিয়োগ করলেই ওই দলের নেট রান রেট পাওয়া যায়। আর অল আউট হয়ে গেলে ওভারের পূর্ণাঙ্গ কোটা দিয়ে রানকে ভাগ করতে হয়।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com