ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৭:৩৩
ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলকে একশর নিচে আটকে দিয়ে সিরিজে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটিং ব্যর্থতায় তা আর হয়নি। এবার সিরিজের শেষ ম্যাচে আরও একবার লেটার মার্ক তুললেন বাংলাদেশের বোলাররা। ছোট লক্ষ্য তাড়া করতে ওপেনার শামিমা সুলতানার ৪২ রানের ইনিংস ভর করে ৪ উইকেটে ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ লজ্জা এড়ালো বাংলাদেশ।


সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯৬ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছিল নিগার সুলাতানা জ্যোতির দল। সেই ম্যাচ হেরে সিরিজ খুয়ালেও আজ মান বাঁচানোর ম্যাচে ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাথী রাণীকে হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারে দলীয় ১৬ রানে টপ অর্ডার ব্যাটার দিলারা আক্তার সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে টাইগ্রেসরা।


কিন্তু তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক জ্যোতির সঙ্গে জুটি বাঁধেন ওপেনার শামিমা সুলতানা। এই দুই ব্যাটারের ৪৬ রানের জুটিতে জয়ের ভীত পেয়ে যায় স্বাগতিকরা। ১৩তম ওভারে টাইগ্রেস অধিনায়ক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন শামিমা।


শেষ পর্যন্ত তার ৪২ রানের ইনিংসে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ভারতের হয়ে দুইটি করে উইকেট নেন দেবিকা ও মিন্নু মানি।


এর আগে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে শুরুতেই সাজঘরে ফিরতে হয় ভারতীয় দুই ওপেনারকে। দলীয় ২০ রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশের ইনিংসের শুভ সূচনা করেন সুলতানা খাতুন। স্মৃতি মাত্র ১ রানে আউট হবার পর শেফালিও ফেরেন ব্যক্তিগত ১১ রানেই। এরপর জেমিমাহ রদ্রিগেজকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রীত কর।


এ দুজনের ৪৫ রানের জুটিতে শুরুর ধাক্কা কিছুটা সামলে ওঠলেও আবার আঘাত হানেন টাইগ্রেস বোলার সর্ণা আক্তার। দ্বাদশ ওভারে স্বর্ণার বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে জেমিমাহ যখন ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফিরলে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৬৫ রান।


জেমিমাহ সাজঘরে ফেরার পর আর ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক হারমানপ্রীত, ফাহিমা খাতুনের বলে তিনি স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন ব্যক্তিগত ৪০ রানেই। সপ্তদশ ওভারের খেলায় ভারতের দলীয় সংগ্রহ তখন চার উইকেট হারিয়ে ৯১ রান। এরপর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারত।


আজকের ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com