ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান
প্রকাশ : ২১ জুন ২০২৩, ২৩:৩৪
ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত।


দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে পাকিস্তানের অংশগ্রহণই অনিশ্চয়তার সুতোয় ঝুলছিল। শেষ মুহূর্তে ভিসা যখন হাতে পায় পাকিস্তান, ততক্ষণে অনেক দেরি। ভারতের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ভেন্যু বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে এসে পৌঁছায় তারা। ফিফার নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে মাঠে ফেরা পাকিস্তানের লক্ষ্য ছিল দারুণ শুরুর। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে ভুলে যাওয়ার মতোই শুরু হয়েছে দলটির।


ম্যাচের ১০ মিনিটের মাথায় ভারতকে লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফ একটি ব্যাক পাস পান। বেশ কিছু সময় বলটি নিজের পায়ে রাখেন তিনি। সুনীল সামনে গিয়ে তার ওপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করতে থাকেন। ডান দিকে এক সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করেন হানিফ। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ব্যস! ছেত্রী বল নিয়ে ফাঁকা জালে ঠেলে দেন।


মিনিট ছয়েক পর পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান ছেত্রী। বক্সের বাইরে থেকে গোলবার লক্ষ্য করে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে সেটি পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পোস্টের ডান দিকে ছেত্রীর বাড়ানো শট পাক গোলকিপার ঠিক দিকে ঝাঁপালেও নাগাল পাননি। এরপর আরও একবার পাকিস্তানের জাল নিশানা বানান ছেত্রী। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক।


অবশ্য ম্যাচে দ্বিতীয় গোলের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী লিওনেল মেসির (১০৩) পরই জায়গা করে নিয়েছেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ছেত্রীর গোল এখন ৯০টি। টপকে গেলেন মালয়েশিয়ার মোক্তার দাহারিকে।


আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল রয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। রেকর্ড ২০০ ম্যাচ খেলে ১২৩টি গোল করেছেন সিআরসেভেন। এরপর ইরানের আলি দায়ী ১৪৮টি ম্যাচে ১০৯টি গোল করেছেন।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com