অসহায় আশির দশকের তারকা ফুটবলার মহসিন
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৭:২০
অসহায় আশির দশকের তারকা ফুটবলার মহসিন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক মোহাম্মদ মহসিন। আশির দশকে পোস্টের নিচে নিজের মুন্সিয়ানা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশ-বিদেশের অনেক নামিদামি ফরওয়ার্ডদের। পেশাদার ক্যারিয়ারে পোস্টের নিচে দুর্দান্ত, দুর্বেধ্য হলেও শেষ জীবনে এসে কষ্টের অন্ত নেই মহসিনের।


বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন মহসিন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না সাবেক এই ফুটবলার। মানসিকভাবেও সুস্থ নেই তিনি। বর্তমানে রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের একটি ফ্ল্যাটে সময় কাটছে এক সময়কার ঢাকার ফুটবলের এই পরিচিত মুখের।


১৯৬৫ সালের ১ আগস্ট ঢাকার মানিকগঞ্জে জন্ম নেন মহসিন। ১৯৭৮ সালের রেলওয়ে ব্লুজের হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল দিয়ে শুরু করেন পেশাদার ক্যারিয়ার। পরবর্তীতে গায়ে জড়িয়েছেন আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মতো সব নামি ক্লাবের জার্সি।


জাতীয় দলের হয়েও দারুণ সময় পার করেছেন মহসিন। নেতৃত্বেও বেশ প্রশংসা কুড়িয়েছেন বেশ। একবার জিতেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। ১৯৯৫ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটান। এপর পাড়ি জমান কানাডাতে। সেখানে দীর্ঘ সময় কাটিয়ে ২০১৪ সালে দেশে ফেরেন মহসিন।


মহসিনের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীতে ক্লাবের সভাপতি হাসানুজ্জামান বাবলু সংবাদমাধ্যমকে বলেন, আমরা সবাই মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিষয়টি নিয়ে আলোচনা করব। কিভাবে মহসিনকে সহায়তা করা যায় সেটা নিয়েই আলোচনা হবে।


সাবেক ফুটবলার আব্দুল গাফফার বলেন, মহসিন বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা তারকা। দেশের প্রতি তার অবদান অনেক। আমরা কয়েকজন সাবেক ফুটবলার তার সুস্থতা নিয়ে কাজ করব।



বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com