সাংবাদিকদের নিয়ে নোংরা মন্তব্য: কাজী নাবিলের দুঃখ প্রকাশ
প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:৪০
সাংবাদিকদের নিয়ে নোংরা মন্তব্য: কাজী নাবিলের দুঃখ প্রকাশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের পূর্বে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তার সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ রসিকতা করে ইংরেজিতে আন্ডারওয়্যার সম্পর্কিত একটি মন্তব্য করেন।


মঙ্গলবার (২ মে) বাফুফে সভাপতি তার মন্তব্যের জন্য দুঃখ এবং ক্ষমা প্রকাশ করেছেন। বুধবার সহ-সভাপতি নাবিল আহমেদ দুঃখ প্রকাশ করলেন।


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্যাডে নাবিল আহমেদ স্বাক্ষরিত দুঃখ প্রকাশ পত্রে বলা হয়, ‘গত ২ মে বাফুফে নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের পূর্বে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেখানে আমার সব সময়ের সহযাত্রী সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে করা আমার একটি মন্তব্যে তারা ভীষণ মর্মাহত হয়েছেন। এ মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই আমার উচিত হয়নি। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। এ সেক্টরে আমাদের পারিবারিক সম্পর্কের বিষয়টি সবার জানা। এ মন্তব্য আমার ওপরও এসে পড়ে। তাই আপনাদের কেমন লাগছে সেটা আমি অনুভব করতে পারছি’।


দুঃখ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে বিগত সময়ের মতোই পাশে পাওয়ার আশা ব্যক্ত করেছেন এ ক্রীড়া সংগঠক।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com