টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পেতে চায় তাইজুল
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ২০:২৯
টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পেতে চায় তাইজুল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইজুল ইসলাম নাম আসলেই সবার আগে চলে আসে টেস্ট ক্রিকেটারের তকমা। অবশ্য বছরের পর বছর এই দায়িত্ব বেশ ভালোই পালন করে আসছেন বাঁহাতি এই স্পিনার। সর্বশেষ যার প্রমাণ মিলেছে মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। আয়ারল্যান্ডের বিপক্ষে এদিন ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। যা তার টেস্ট ক্যারিয়ারে এগারোতম।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল কেমন লাগছে ৫ উইকেট পেয়ে। জবাবে তাইজুল বলছিলেন, ‘অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে, প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছি। উইকেটের যেমন অবস্থা, এই উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন। আলহামদুলিল্লাহ যে ৫ উইকেট পেয়েছি।’


টাইগারদের হয়ে ৪১ টেস্ট খেলে এখন পর্যন্ত ১৭১ উইকেট পেয়েছেন তাইজুল। যদিও বয়স এখন ৩১ এর ঘরে বাঁহাতি তার। ক্যারিয়ার শেষে কত উইকেটের লক্ষ্য তাড়া করে তাইজুলকে? উত্তরে তাইজুল বলছিলেন, ‘মনতো চায় ৫০০-৬০০ উইকেট নেই। বয়স হয়েছে, হ্যাঁ! তবে বুড়ো হয়ে যাইনি তো। ৫ উইকেট যখন পেলাম তখন মন চাচ্ছিল, আরেকটা উইকেট যদি নিতে পারি তাহলে ৬টা হবে। তো উইকেট পেলে ভালোই লাগে।'


মিরপুর টেস্টের উইকেট নিয়ে তাইজুল বলেন, ‘না! উইকেট তেমন পরিবর্তন হয়নি। উইকেটটা এমন যে, আপনি চাইলেও কিন্তু বড় শট করতে পারবেন না। হয়তোবা টিকে থাকতে পারবেন। তবে বড় শট খেলতে গেলে কিছু একটা হয়ে যাবে। ভালো লাইন-লেংথে বল করতে পারলে পেসার হোক বা স্পিনার- দুই জনই ভালো সুবিধা পাবে।'


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com