দিল্লিতে আজও একাদশে নেই মুস্তাফিজ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ২০:১৯
দিল্লিতে আজও একাদশে নেই মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম ম্যাচে যাচ্ছেতাই ভাবে হেরে আসর শুরুর পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। ৪ এপ্রিল, মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে ওয়ার্নার বাহিনী। তবে টানা দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ হলো না টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। এমনকী ইম্প্যাক্ট প্লেয়ারের অতিরিক্ত পাঁচজনের তালিকায়ও নেই তার নাম।


এর আগে লখনৌয়ের বিপক্ষে প্রথম ম্যাচ শুরুর মাত্র ১২ ঘন্টা আগে চাটার্ড ফ্লাইটে করে ফিজকে ভারতে নিয়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ভক্তরা আশায় বুক বেধেছিলেন প্রথম ম্যাচের একাদশেই হয়তো দেখা যাবে টাইগার পেসারকে। কিন্তু ম্যাচ শুরু হতে সেই আশা হতাশায় পরিণত হয়। ফিজকে ছাড়াই একাদশ সাজায় ওয়ার্নারের দল। অবশ্য একাদশে ছিল না কোনো বিদেশি বোলারও। অধিনায়ক ডেভিড ওয়ারর্নারের সঙ্গে বাকি তিন বিদেশি ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো ও উইন্ডিজ ব্যাটার রভম্যান পাওয়েল।


এদিকে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে একাদশে দুই পরিবর্তন থাকলেও দলে নেই মুস্তাফিজ। রভম্যান পাওয়েলের জায়গায় দলে জায়গা পেয়েছেন এনরিখ নর্কিয়া। এছাড়া চেতন সাকারিয়ার জায়গায় অভিষেক হচ্ছে অভিষেক পোড়েলের।


দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, সরফরাজ খান, রাইলি রুশো আমান হাকিম খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদ্বীপ যাদব, এনরিখ নর্কিয়া ও মুকেশ কুমার। সাবস্টিউট-ললিট যাদব, রভম্যান পাওয়েল, চেতন সাকারিয়া, মনিশ পান্ডে ও খলিল আহমেদ।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com