বিজয়ের টানা দুই সেঞ্চুরি, নাইমের আক্ষেপ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১৪:২২
বিজয়ের টানা দুই সেঞ্চুরি, নাইমের আক্ষেপ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘরোয়া লিগের শুরু থেকেই হাসছে এনামুল হক বিজয়ের ব্যাট। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম ম্যাচ তিনি শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। এর কয়েক ম্যাচ পর এই ডান-হাতি ব্যাটার টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। আবাহনীর হয়ে একইসঙ্গে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন আরেক ওপেনার নাইম শেখও। কিন্তু ব্যক্তিগত শতক থেকে ছয় রান দূরে থাকতেই তিনি আউট হয়ে ফেরেন।


মঙ্গলবার, ৪ এপ্রিল বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে বিজয় ও নাইম অনবদ্য এক জুটি গড়েন। দু'জনের ১৮৩ রানের জুটি আবাহনীকে বড় টার্গেটের স্বপ্ন দেখাতে থাকে। অবশ্য বিশাল পুঁজিই পেয়েছে তারা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে আবাহনী ৩৩৬ রান সংগ্রহ করেছে।


এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন দলের দুই ওপেনার। দলীয় ১৮৩ রানের মাথায় ব্যক্তিগত ৯৪ রান করে বিদায় নেন নাইম শেখ। তবে বিজয় ভুল করেননি, ৯৯ রানে তিনি তুলে নেন আসরের তৃতীয় সেঞ্চুরি।


বিজয় পরবর্তীতে থেমেছেন ১৫৩ রান করে। এছাড়া আফিফ হোসেন করেছেন ৫৩ রান। প্রাইম ব্যাংকের হয়ে পেসার রুবেল হোসেন ও আফগান পেসার জানাত করিম দুটি করে উইকেট নিয়েছেন।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com