প্রথম জয় পেতে সন্ধ্যায় মুখোমুখি হবে চট্টগ্রাম-খুলনা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৩৩
প্রথম জয় পেতে সন্ধ্যায় মুখোমুখি হবে চট্টগ্রাম-খুলনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায়। প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হচ্ছে দল দু’টি।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ও খুলনার ম্যাচটি শুরু হবে সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে চট্টগ্রাম। সিলেটি বোালারদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ৮৯ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে আফিফ হোসেন ২৫ ও আল-আমিন ১৮ রান করেন।


এরপর বল হাতে সিলেটের ব্যাটারদের উপরও চাপ সৃষ্টি করতে পারেনি চট্টগ্রামের বোলাররাও। চট্টগ্রামের ৯০ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৭৫ বল খরচ করে সিলেট। সিলেটের পতন হওয়া ২ উইকেট নিয়েছেন চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরি ও মালিন্দা পুস্পকুমারা।


চট্টগ্রামের মত নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে খুলনার ব্যাটাররাও। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি খুলনার ব্যাটররা। তবে চট্টগ্রামের মতো ১০০ রানের নীচে দলীয় স্কোর আটকে যায়নি। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান করে খুলনা। অধিনায়ক ইয়াসির আলি ২৪, মোহাম্মদ সাইফউদ্দিন ১৯ ও পাকিস্তানের আজম খান ১৮ রান করেন।


লো স্কোরিং ম্যাচে খুলনার ১১৪ রানের টার্গেটে পৌঁছতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ঢাকাকে। শেষ ওভারে ম্যাচ হারলেও জয়ের কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেনি খুলনার বোলাররা। ৬ উইকেটে ম্যাচ হেরে মাঠ ছাড়ে দলটি।


প্রথম জয়ের স্বাদ পেতে হলে নিজদের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে হবে চট্টগ্রাম ও খুলনার ব্যাটারদের। পাশাপাশি বোলারদের দিকেও তাকিয়ে থাকবে দুই দল।


খুলনার বিপক্ষে জয় নিয়ে ঢাকা পর্ব শেষ করার লক্ষ্য চট্টগ্রামের। বিপিএলের দ্বিতীয় পর্ব চট্টগ্রামের মাটিতে। জয়ের মধ্যে থেকেই নিজেদের মাঠে দ্বিতীয় পর্ব শুরু করতে মরিয়া চট্টগ্রাম।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com