শিরোনাম
ফের দেখা যাবে মেসি-নেইমার-এমবাপে জুটি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০৮:৫১
ফের দেখা যাবে মেসি-নেইমার-এমবাপে জুটি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুঁচকির চোট কাটিয়ে এবার দলে ফিরছেন নেইমার। লিগ ওয়ানে তার থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। রবিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।


এই ম্যাচে নেইমার-এমবাপে-মেসি ত্রয়ী জুটির আক্রমণভাগের নিশ্চয়তা দিয়ে পচেত্তিনো বলেন, এ ম্যাচের জন্য নেইমারকে পাওয়া যাবে। নেইমার ফিরলেও এখনো পর্যন্ত সার্জিও রামোসের ফেরার নিশ্চয়তা মেলেনি। পিএসজিতে যোগ দেয়ার পর কাফ ইনজুরিতে ভুগছেন তিনি। যদিও একা অনুশীলনে ফিরেছেন রামোস। চোটের কারণে মার্শেই ম্যাচে থাকবেন না লিয়ান্দ্রো পারেদেসও।


চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেই ম্যাচটিকে যদিও বড় করে দেখছেন পচেত্তিনো, আমি এই ‘ক্লাসিকো’ একজন খেলোয়াড় ও কোচ হিসেবে খেলেছি। প্রতিটিরই নিজস্ব গল্প আছে, কিন্তু এটা একটা ডার্বির মতো।


এটা স্রেফ তিন পয়েন্টের ব্যাপার নয়। পিএসজি বনাম অলিম্পিক মার্শেই আর সব ম্যাচের মতো নয়। এটা আমাদের এবং সমর্থকদের জন্য গর্বের, আবেগের ম্যাচ। লিগ ওয়ানে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি।


এক ম্যাচ কম খেলা মার্শেই ১৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। অবশ্য পরিসংখ্যান বেশ স্বস্তি দিচ্ছে পিএসজিকে। সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে তারা।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com