
সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে শেষ লড়াইয়ে ১-০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। বুধবার (১৩ অক্টোবর) বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই সুমন রেজার গোলে এগিয়ে যায় জামাল ভূঁইয়ারা।
মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের তখন নবম মিনিট। রাকিবকে ফাউল করায় ফ্রি-কিক পায় বাংলাদেশ।জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি-কিকটা ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে পড়লে নিখুঁত হেডারে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি সুমন। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও, গোল আদায় করে নিয়েছে লাল সবুজ জার্সিধারীরা।
সাফ চ্যাম্পিয়নশিপে সাতবারের দেখায় প্রথম চার ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু সবশেষ তিনবার তাদের সঙ্গে পেরে ওঠেনি। তিন বছর আগে কিংবা সাত মাস আগে কী হয়েছে এ নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। নেপালকে হারিয়ে ফাইনালে খেলতে চান তিনি।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]