শিরোনাম
ডর্টমুন্ডকে হারালো ম্যানসিটি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ১১:০১
ডর্টমুন্ডকে হারালো ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।


মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে শেষ মহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। ফিরতি লেগে ঘরের মাঠে আগামী ১৪ এপ্রিল ম্যান সিটিকে মোকাবেলা করবে বরুশিয়া ডর্টমুন্ড।


ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল সিটি। ১৯ মিনিটের মাথায় প্রতিপক্ষ ডিফেন্ডার ডিফেন্ডার এমরে কানের ভুলে এগিয়ে যায় সিটি। কেভিন ডি ব্রুইন বল পেয়ে ডি-বক্সের ভেতর বাঁ দিকে বাড়িয়েছিলেন ফোডেনকে। তার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিকের বাইলাইনের কাছ থেকে কাট ব্যাক করেন রিয়াদ মাহরেজ। ডান পায়ের শটে বাকিটা সারেন ডি ব্রুইন।


তবে ৮৪ মিনিট গোল করে বরুশিয়া ডর্টমুন্ডকে এগিয়ে দেন মার্কো রিউস। হলান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে এদেরসনকে পরাস্ত করেন তিনি।


শেষ রক্ষা হয়নি ডর্টমুন্ডের। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সিটিকে আনন্দে ভাসান ফোডেন। ডি ব্রুইনের ক্রস ডি-বক্সে পেয়ে ইলকাই গিনদোয়ান দেন ফোডেনকে। ইংলিশ মিডফিল্ডার সেই সুযোগ আর মিস করেননি।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com