
ফ্রি ট্রান্সফার ফি’তে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে দলভুক্ত করতে চায় বার্সেলোনা। প্রিমিয়ার লীগের ক্লাবটির সঙ্গে চুক্তির শেষ ছয় মাসে চলে আসায় আগুয়েরো এখন দলবদলের কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ইনজুরিতে পড়া আগুয়েরো এই মৌসুমের শুরতে মাত্র তিনটি ম্যাচে মুল একাদশের হয়ে মাঠে নেমেছেন। তবে গোল করার বেলায় এখনো সেরা মানে আছেন তিনি।
আর্জেন্টিনার এই ফুটবল তারকা অবশ্য এখনো সিটির কাছ থেকে নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন। কারণ নতুন চুক্তির জন্য এই ক্লাবটিই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে সেটি যদি না হয়, তাহলে হয়তো কাতালানীয় ক্লাবের দিকে ঝুঁকবেন তিনি।
সিটির সঙ্গে বর্তমান চুক্তিটির যে অবস্থা, তাতে এই মাস থেকেই দল বদলের আলোচনার জন্য ছাড় পাবেন এগুয়েরো। স্থানীয় দৈসিক সান পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট অনুসারে অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকাকে লা লিগায় ফিরিয়ে আনতে মুখিয়ে আছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]