সূচকের উত্থানে ইতিবাচক ধারায় পুঁজিবাজার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১৮:৩৩
সূচকের উত্থানে ইতিবাচক ধারায় পুঁজিবাজার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিন ধারাবাহিক পতনে ধুঁকছে দেশের পুঁজিবাজার। এমন পতনের কারণে বিনিয়োগকারীদের মাঝে বিরাজ করছে নানা রকম অস্থিরতা। ঈদের পর বাজার ভালো হবে এমন আশা করেছিলেন বিনিয়োগকারীরা। তবে ঈদের ছুটির পরও পুঁজিবাজার তেমনটা ইতিবাচক পথে ছিল না। ঈদের পর বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ ইস্যুকে কেন্দ্র করে বিনিয়োকারীদের মধ্যে অস্থিরতা, হতাশা দেখা দেয়। ফলে বাজারে পতন চলতে থাকে । তবে সে সব হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শুভ ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার। ফলে বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারমুখী হচ্ছেন।


বাজার বিশ্লেষকরা বলছেন, বাজার এখন সবচেয়ে বেশি তলানিতে রয়েছে। যেকোন সময় বাজারে বড় উত্থান দেখা যেতে পারে। এমন অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য্যধারণ করতে হবে। তারা যেন অস্থির হয়ে কম দামে শেয়ার ছেড়ে না দেন। তাঁরা বলছেন, বাজারে বড় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছে। বাজারকে সামনে নেয়ারও নানা পদক্ষেপও আসছে। এতে উত্থান-পতনের প্রক্রিয়া সপ্তাহান্তে বাজার সামনের দিকেই অগ্রসর হবে।


বাজার বিশ্লেষণে করে দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৩ জুলাই) ইতিবাচক ধারায় শেষ হয়েছে লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের সাথে লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে।


ডিএসইর বাজার তথ্যে দেখা গেছে, বুধবার দিনের লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে মূল্য সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে ওঠে। এরপর শেয়ার বিক্রি অর্ডার বেড়ে গেলে বেলা ১১টা ২০ মিনিটে সূচকটি ৫ হাজার ৩৩৯ পয়েন্টে নেমে। এরপর আবার ঊর্ধ্বমুখী হতে থাকে বাজারটি।


মূলত বাজারটিতে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় আদেশ বেড়ে গেলে লেনদেন বাড়ার পাশাপাশি সূচকও ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত ইতিবাচক ছিল। ফলে ডিএসইএক্স সূচক ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬.৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২.৯৩ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইটিতে আজ ১৭ কোটি ৭ হাজার ২২৯টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৩৯ কোটি ২৭ লাখ টাকা। এর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ আজ এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা।


এছাড়া বাজারটিতে ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর।


ডিএসইতে লেনদেনের দিক দিয়ে আজ শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ২০ লাখ ৩৩ হাজার ১৫০টি শেয়ার হাতবদল হয়েছে। আর এসব শেয়ারের বাজার দর দাঁড়িয়েছে ১৬ কোটি ২৪ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির ৫৪ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ছিল ১৪ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনের তৃতীয় অবস্থানে উঠেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৯ লাখ ২৫ হাজার ৭৭৬টি শেয়ারের লেনদেন হয়েছে। টাকার অঙ্কে কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৬৮ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, ওরিয়ন ফার্মাসিউটিকেলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মাসিউটিকেলস ও সী পার্ল বিচ অ্যান্ড এস্পা লিমিটেড।


চট্টগ্রামের শেয়ারবাজার সিএসইতে আজ লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৮৪.৯৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৬ লাখ টাকা। কমেছে প্রায় ৮ কোটি টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com