পতনের ধাক্কায় পুঁজিবাজারে লেনদেন ৫৪০ কোটি টাকা
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৯:৫৯
পতনের ধাক্কায় পুঁজিবাজারে লেনদেন ৫৪০ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুুঁজিবাজারে একদিন উত্থান হলে পরের দিন আবারও পতন। আর এই ধারা থেকে কোনভাবেই বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। শুরুটা ইতিবাচক হলেও মাঝপথে এসে পতনের ধাক্কার কাছে টিকতে পারছে না। ক্রেতার চেয়ে বিক্রিচাপ বেশি থাকায় বাজার ইতিবাচক ধারায় ফিরতে পারছে না। উত্থান আর পতনের বেড়াজালে আটকে আছে পুঁজিবাজার।


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ জুন) দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষে মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে।


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৫ জুন) লেনদেন শেষে সূচক কমেছে ২৩.১৬ পয়েন্ট, লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮.১০ পয়েন্ট, লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর বাজার তথ্য বলছে, বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের (মঙ্গলবার) চেয়ে ২৩.১৬ পয়েন্ট কমে ৫২২৪.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.২১ পয়েন্ট কমে ১১৩৫.৫২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে ১৮৫৪.৩৮ পয়েন্টে অবস্থান করছে।


বাজারটিতে আজ ১২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৮৪০টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা। আগের দিনে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি তিন লাখ টাকা। এতে লেনদেন কমেছে প্রায় ২১২ কোটি টাকা।


এদিন লেনদেন শেষে ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর।


এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে আজ শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে তৌফিকিয়া ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ২৮ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ১১ কোটি ৬৩ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এমারেল্ড অয়েল লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, রিলায়েন্স ওয়ান, ই-জেনারেশন লিমিটেড ও সী পার্ল বিচ এন্ড এস্পা লিমিটেড।


অপর শেয়ারবাজার সিএসইতে আজ লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ২৮.১০ পয়েন্ট কমে ১৪৯৪২.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর বাজারে এদিন ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।


এছাড়া টাকার অঙ্কে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের দিন লেনদেনের পরিমান ছিল ৯৩ কোটি ৭৫ লাখ টাকা। এক্সচেঞ্জটিতে আজ লেনদেন বেড়েছে প্রায় ৬৬ কোটি ৬২ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com