
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১৪ আগস্ট, বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।
ওই আদেশের একটি কপি গণমাধ্যমে হাতে এসেছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর জোন জাকির হোসেন রোড এলাকা থেকে কয়েকটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে। অভিযানের পর ক্ষুব্ধ চালকেরা দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
এছাড়া, তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়ক অবরোধ করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
খুলশী থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'একই চালকরা বৃহস্পতিবার ঝাউতলা এলাকায় জড়ো হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) মেয়রের কাছে যাওয়ার প্রস্তুতি নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটকের চেষ্টা করলেও ব্যর্থ হয়।'
তিনি আরও বলেন, 'পুলিশের ওপর হামলা এবং হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার কারণে ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।'
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]