মার্জিন ঋণের বিষয়ে বিএসইসির নতুন নির্দেশনা
প্রকাশ : ০৪ মে ২০২৩, ১৮:৫৪
মার্জিন ঋণের বিষয়ে বিএসইসির নতুন নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ সুবিধার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দিতে পারবে।


৩ মে, বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে এসব কোম্পানি পরপর ৩ অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করতে হবে। একই সঙ্গে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন সর্বনিম্ন ৩০ কোটি টাকা থাকতে হবে।


এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ৩০ কোটির ওপরে যেসব ‘এ’ ক্যাটাগরির ভালো মৌলভিত্তির কোম্পানির আছে, যারা ডিভিডেন্ড দেয়, সেসব কোম্পানিতে যারা মার্জিন ঋন নিয়ে বিনিয়োগ করতে চায়, তাদের সুবিধার্থে পিই রেশিও ৪০ থেকে ৫০ করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের বিনিয়োগ সক্ষমতা বাড়ার পাশাপাশি সিকিউরিটিজগুলোর চাহিদা কিছুটা বাড়বে বলে আশা করা যাচ্ছে।


গত ১৮ এপ্রিল এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা জারি করে কমিশন।এতে বলা হয়েছিল, যে সব ইক্যুইটি সিকিউরিটিজগুলো টানা তিন অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে এবং কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি, সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও অনুপাত ৫০ পর্যন্ত মার্জিনেবল হিসাবে বিবেচিত হবে।


বিবার্তা/বিদ্যুৎ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com