ফের পতনের ধারায় পুঁজিবাজার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:২৭
ফের পতনের ধারায় পুঁজিবাজার
বিবার্ত প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের ছুটি শুরু হওয়ার আগে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। ফলে বিনিয়োগকারীরা আশা করেছিলেন ঈদের পরও বাজারে ইতিবাচক ধারা বজায় থাকবে। তবে সেই আশা দীর্ঘস্থায়ী হলোনা। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইল পালটা হামলা করলে নতুন করে বৈশ্বিক সংকট সৃষ্টি হতে পারে।


এসব কারণে, গতকাল সোমবার (১৫ এপ্রিল) বাজারে সূচক ও লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে পুঁজিবাজারে ঢালাও দরপতন হয়। সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় সবকটি মূল্যসূচকের বড় পতন হয়। লেনদেন ৩০০ কোটিতে নেমে যায়। আজও বাজারে অস্থিরতা কাটেনি।


১৬ এপ্রিল, মঙ্গলবার ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসেও পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২ পয়েন্টে।


দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, দর কমেছে ১৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।


ডিএসইতে ৫৪০ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯০৭ কোটি ৭৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৩৮ পয়েন্টে। সিএসইতে ২০১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪ টির দর বেড়েছে, কমেছে ৯০ টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com