সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিশুদের ক্ষতির জন্য জাকারবার্গ দায়ী নন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৮:২৯
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিশুদের ক্ষতির জন্য জাকারবার্গ দায়ী নন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের আসক্তি নিয়ে দায়ের করা ২৫টি মামলার জন্য মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে জানিয়েছেন এক ফেডারেল বিচারক। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ইভন গনজালেস রজার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহার নিয়ে শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য ঝুঁকি গোপন রাখতে মেটার প্রচেষ্টা পরিচালনা করেছিলেন।


বাদীপক্ষ মেটার এই সহ-প্রতিষ্ঠাতাকে ‘গোপন প্রচেষ্টার মূল অনুপ্রেরণা’ বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, তিনি এই ঝুঁকির বিষয়ে বারবার অভ্যন্তরীণ সতর্কতা উপেক্ষা করেছেন।


এই মামলাগুলো যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্যে- অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, জর্জিয়া, মেরিল্যান্ড, নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভানিয়া, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ভার্জিনিয়া এবং উইসকনসিনের আইন অনুসারে করা হয়েছে।


বাদীপক্ষের আইনজীবী প্রিভিন ওয়ারেন শুক্রবার বলেন, তার মক্কেলরা সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে আমাদের শিশুদের নিরাপত্তার চেয়ে লাভকে প্রাধান্য দিয়েছে,তার সত্য উদ্ঘাটন করতে প্রমাণ সংগ্রহরের চেষ্টা চালিয়ে যাবেন।


এই ২৫টি মামলা ছাড়াও শতাধিক মামলা রয়েছে। শিশু, তাদের পরিবার এবং স্কুল এই মামলাগুলো করেছে। এতে মেটা, গুগল, বাইটড্যান্সের টিকটক এবং স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও মেটার বিরুদ্ধে এমন মামলা করছেন। মামলায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে উদ্বেগ, হতাশা, অনিদ্রা এবং শিক্ষা ও দৈনন্দিন জীবনে বাধার সাথে যুক্ত করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com