‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি আনছে টেসলা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৫
‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি আনছে টেসলা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেদের বহুল প্রতিক্ষিত রোবোট্যাক্সি’র প্রোটোটাইপ উন্মোচন করতে যাচ্ছেন টেসলা বস ইলন মাস্ক।


১০ অক্টোবর, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে ‘সাইবারক্যাব’ নামের এই প্রোটোটাইপের প্রথম ঝলক দেখানোর কথা রয়েছে।


স্বচালিত গাড়ির ধারণাটি দীর্ঘদিন ধরেই মাস্ককে মুগ্ধ করে রেখেছে। আর এটি নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি, যেগুলোকে গাড়ি নির্মাতার জন্য দুঃসাহসী বলা চলে। এর মধ্যে রয়েছে জীবন বাঁচিয়ে দেওয়া বা গাড়ি ভাড়া দেওয়ার মাধ্যমে মালিকের অর্থ উপার্জনের মতো বিষয়গুলো।


আর ইলন মাস্ক এর আগে যেমন ইঙ্গিত দিয়েছেন, তাতে করে এতে সম্ভবত কোনো স্টিয়ারিং হুইল থাকবে না, থাকবে না কোনো


এর আগে প্রকল্পটি বেশ কয়েকবার পিছিয়েছে। গাড়িটি অগাস্টে উন্মোচনের পরিকল্পনা থাকলেও তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয় টেসলা।


আয়োজনটিকে ‘উই, রোবট’ নামে ডাকছে টেসলা, আর মঞ্চে ওঠার সময় মাস্ক ইভি কোম্পানিটির সক্ষমতা নিয়ে চলমান সন্দেহ কমানোর ক্ষেত্রে চাপের মধ্যে থাকবেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।


মাস্কের বলেছেন, এর সবচেয়ে সাম্প্রতিক বিলম্বের কারণ ছিল শেষ মুহুর্তে গাড়ির খুঁটিনাটি বিষয়ে কিছু পরিবর্তন আনা। আমি মনে করি, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি নকশায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আর অতিরিক্ত সময় আমাদেরকে অন্যান্য সুবিধা আনার সুযোগ দেবে।


জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এ কথা লিখেছিলেন মাস্ক।


বিশ্লেষকরা বলছেন, কোম্পানিটির জন্য এ প্রকল্পের আসল অগ্রগতি দেখানোর এটিই সেরা সময়। দীর্ঘদিন ধরে বিশদ বিবরণী ছাড়াই রোবোট্যাক্সি’র ধারণা নিয়ে আলোচনা করার পর তা নিয়ে বড় আগ্রহ তৈরি হয়েছে, বলেছেন গাড়ি বিক্রেতা সাইট এডমুন্ডস ডটকমের সহকারী ভাইস প্রেসিডেন্ট জেসিকা ক্যাল্ডওয়েল।


তিনি আরও যোগ করেন, বৃহস্পতিবার টেসলা যদি একটি পূর্ণাঙ্গ ধারণা ও গাড়িটি কী কী করতে পারে তার বিস্তারিত জানাতে ব্যর্থ হয়, তবে সেটি কোম্পানিটির জন্য ‘বড় ব্যর্থতা’ হিসেবে বিবেচিত হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com