প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়াতে হিরানন্দানি’র প্রতি পলকের আহ্বান
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১২:৪৯
প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়াতে হিরানন্দানি’র প্রতি পলকের আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেটা সেন্টার স্থাপনের পাশাপাশি ডেটার নিরাপত্তা ও সর্বোপরি সাইবার সুরক্ষা এবং আইটি পরিষেবায় আঞ্চলিক আধিপত্য বাড়াতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের হিরানন্দানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ড. নিরাঞ্জন হিরানান্দানি প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মুম্বাইয়ের অলিম্পিয়ায় অবস্থিত হিরানন্দানি গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান।


বৈঠকে তারা ভোক্তা পরিষেবায় সোশ্যাল মিডিয়া, এআর/ভিআর সলিউশন, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।


বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, হিরানন্দানি গ্রুপ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে যৌথ অংশীদারিত্বে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ অর্জনে ইন্দো-বাংলাদেশ অংশীদারিত্বকেই শক্তিশালী করবে।


বৈঠকে জানানো হয়, এর আগে বাংলাদেশে টায়ার ফোর ডেটা সেন্টার স্থাপন করতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিলো ভারতের হিরানন্দানি গ্রুপ। প্রতিষ্ঠানটির ইয়োটা ডেটা সার্ভিস এরই মধ্যে কালিয়াকৈর হাইটেক পার্কে দুইটি হাইপার স্কেল ডেটা সেন্টার ভবন স্থাপনের কাজ শুরু হয়েছে। এই ডেটা সেন্টারে থাকছে ৪৮০০টি র‌্যাক এবং ২৮ দশমিক ৮ মেগাওয়াটের বিদ্যুত সক্ষমতা। এই আধুনিক ডেটা সেন্টারটি বাংলাদেশের ডেটা স্টোরেজের ক্রমবর্ধমান চাহিদা এবং একই সাথে উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলের বেসরকারি খাতের সংস্থাগুলির চাহিদা মেটাবে।


বৈঠকে হিরানন্দি গ্রুপের ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শ্রী দর্শন হিরানন্দানি, প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার সুনীল গুপ্ত, হেড সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স ভবেশ আধিয়া, হাইপারস্কেল অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান (ইন্টারন্যাশনাল) পীযূষ গুপ্ত এবং ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের হেড কোলোকেশন রোহন শেঠসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com