নতুন সুবিধা নিয়ে গুগল ফটোজ
প্রকাশ : ০৫ মে ২০২৩, ১৬:২২
নতুন সুবিধা নিয়ে গুগল ফটোজ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনলাইনে ছবি সংরক্ষণ ও ভাগাভাগির সবচেয়ে জনপ্রিয় সেবা হলো গুগল ফটোজ। সহজে ও বিনা মূল্যে ব্যবহার করা যায় এটি। যত ইচ্ছা তত ছবি রাখা যায়। 


গুগল ফটোজে ছবি খোঁজার (সার্চ) সুবিধা ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী। খুব সাধারণভাবে অনুসন্ধানের মাধ্যমে ব্যবহারকারী পছন্দসই ছবি খুঁজতে পারেন এবং এ জন্য তাঁকে কোনো বস্তু, ব্যক্তিকে ট্যাগ করতে হয় না। 


এখন এই ছবি অনুসন্ধান সুবিধাকে আরও শক্তিশালী করছে গুগল।


গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফটোজের জন্য গুগল ‘আরও শক্তিশালী’ সার্চ সুবিধা পরীক্ষা করছে। ফটোজের ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ইতিমধ্যে ‘ট্রাই আ মোর পাওয়ারফুল সার্চ’ লেখা নোটিশ দেখতে পাচ্ছেন। আপাতত অ্যান্ড্রয়েডের জন্য এই সুবিধা পাওয়া যাবে না।


মূলত কোনো বস্তু বা স্থানের জন্য একটি শনাক্তকরণ চিহ্ন দেওয়া যাবে। গুগল অ্যাসিস্ট্যান্ট যেমন করতে পারে, তেমনি শনাক্তকরণ চিহ্নও কাজ করবে। এ ছাড়া কোনো ছবিতে কাউকে ট্যাগ করা হলে নির্দিষ্ট স্থানে ওই ছবি অনুসন্ধান করা যাবে। আর অনুসন্ধানে তারিখ থেকে বাছাইয়ের পরিবর্তে সবচেয়ে প্রাসঙ্গিক ছবিগুলো পাওয়া যাবে।


গুগলের একজন মুখপাত্র বলেছেন, মানুষকে তাঁদের ছবি ও ভিডিও খুঁজে পেতে এবং স্মৃতিকে সতেজ করতে সহায়তার জন্য প্রতিষ্ঠানটি সর্বদা নতুন উপায় পরীক্ষা করে। আর এই পরীক্ষা ব্যবহারকারীকে তাঁদের প্রয়োজনীয় ছবি বা ভিডিও জটিল প্রক্রিয়ার অনুসন্ধানেও সহজে খুঁজে পেতে সাহায্য করে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com