মব জাস্টিস অন্তঃবর্তীকালীন সরকারের নাটকীয় খেলা : সেলিমা রহমান
প্রকাশ : ০১ জুন ২০২৫, ২১:৩৬
মব জাস্টিস অন্তঃবর্তীকালীন সরকারের নাটকীয় খেলা : সেলিমা রহমান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মব জাস্টিস কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে, এগুলো সবই বর্তমান অন্তঃবর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান।


রbiবার (১ জুন) বিকালে নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।


তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার এ নাটকগুলা দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে। আইনশৃঙ্খলা তারা দেখছেই না, আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভটিজিং হচ্ছে। মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ,


তিনি বলেন, সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন। আইনশৃঙ্খলা ঠিক করেন। শুধু পুলিশের পোষাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। ১০ মাসে কী সংস্কার করেছেন, আপনারা আছেন বিদেশী চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বেরেই নির্বাচন শেষ করতে হবে।


আলোচনা সভা শেষে দোয়াসহ খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেলিমা রহমান।


জেলা শিশু একাডেমি মিলানায়তনে জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com