করিডর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার নয়: আমীর খসরু
প্রকাশ : ৩১ মে ২০২৫, ২১:২৬
করিডর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার নয়: আমীর খসরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করিডর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


শনিবার (৩১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ভূ-রাজনৈতিক নিরাপত্তা: প্রেক্ষিত মানবিক করিডর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


এ সময় মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডর’ গড়ে তোলার বিষয়ে বর্তমান সরকারের লুকোচুরি মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন আমীর খসরু।


তিনি বলেন, করিডর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার নয়। তারা কী চায় বোঝা যায় না। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে করিডর নিয়ে আলোচনা চালাচ্ছে সরকার। কাতারেও আলোচনা করছে। এত গোপনীয়তার কী আছে?


বিএনপির এই নেতা বলেন, করিডর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে চুক্তি অথবা নিরাপত্তা কাউন্সিলে পাস না হলে এ বিষয়ে জাতিসংঘের ভূমিকা রাখার সুযোগ নেই।


আমীর খসরু বলেন, করিডর বিতর্কিত হওয়ার পর এখন সরকারের পক্ষ থেকে চ্যানেলের কথা বলা হচ্ছে। এই দুটির মধ্যে টেকনিকেল পার্থক্য আছে। সরকারকে এসব বিষয় পরিষ্কার করা উচিত।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। আরাকান আর্মির মাধ্যমে করিডর দিয়ে রোহিঙ্গাদের কেন ফেরত পাঠাতে হবে? সম্মানজনকভাবে দেশে ফেরা রোহিঙ্গাদের অধিকার।


তিনি দাবি করেন, বাংলাদেশের নানা অনুষ্ঠানে আরাকান আর্মি অংশ নিচ্ছে। তারা চাইনিজদের একটি গ্রুপের সহায়তায় সশস্ত্র সংগ্রামে লিপ্ত। বাংলাদেশে স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com