
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে।
২৪ মার্চ, সোমবার বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'অত্যন্ত সুচতুরভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা। বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করার জন্য।'
তিনি বলেন, 'যেসব প্রতিষ্ঠান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তাদেরকে বিতর্কিত করা ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা ফেলা হচ্ছে।'
'এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পেছনে উদ্দেশ্য একটিই, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে...আজ আবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়, আমরা যে আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী, যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাড়িয়েছে, তাদেরকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে,' বলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'আপনারা জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন। বিপদের মুহূর্তে আপনারা জনগণকে সঠিক সংবাদ দিয়েছেন। আজ আমাদের প্রত্যাশা সেখানে, আপনারা একইভাবে আপনাদের ভূমিকা পালন করবেন।'
তিনি আরও বলেন, 'দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে দেশের মানুষ রুখে দাঁড়াবে। আমরা সবাই এক হয়ে কাজ করব।'
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]