জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৬:০৪
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচি অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।


১৫ মার্চ, শনিবার দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি, সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।


তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন কেন্দ্রীক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো (সংস্কার) শেষ হবে ।


এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোন মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, তিনি কোন কমেন্টস (মন্তব্য) করেননি।


আপনারা জাতিসংঘের মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোন টাইম ফ্রেম দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখানে টাইম ফ্রেমের কথা বলা কোন প্রয়োজন নেই, নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। টাইম ফ্রেমের কথা কেন তাদেরকে বলব?


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com