আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:২২
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (৩ জানুয়ারি)।


২০১৯ সালের এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।


শুক্রবার (৩ জানুয়ারি) দলটির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করা হয়েছে।


পোস্টে সৈয়দ আশরাফের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক সফল সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। দেশ ও দলের এই দুঃসময়ে একজন সৈয়দ আশরাফের অভাব প্রতিটি ক্ষণেই অনুভবনীয়।


আরও লেখা হয়, সৈয়দ আশরাফুল ইসলাম সারাজীবন একটি অনুপ্রেরণার নাম হয়ে বেঁচে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীর হৃদয়ে, তার স্মৃতি আমাদের সাহস জোগাবে আগামীর কঠিন সময়গুলোতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে উগ্রবাদীদের হাত থেকে চিরতরে মুক্ত করতে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com