
জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি বলেন, আমি বেঁচে থাকতে ঢাকা-৪ নির্বাচনি এলাকায় কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
তিনি বলেন, এই এলাকায় জামাত-শিবিরের সন্ত্রাসীরা বার বার অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে, কিন্তু পারেনি। কোটা সংস্কার আন্দোলনে রেলগেইট অবরোধ করে জনসাধারণের দুর্ভোগ বাড়াতে চেয়েছিল, পারেনি। আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা কর্মীরা মাঠে থাকায় এই অপশক্তিরা বার বার ব্যর্থ হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে। তারা আবারও চেষ্টা করছে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না।
২ আগস্ট, শুক্রবার দুপুরে জামাত-শিবিরের অরাজকতার বিরুদ্ধে নির্বাচনি এলাকা ঢাকা-৪ এর জুরাইন রেলগেইটস্থ বিক্রমপুর প্লাজার সামনে নেতা-কর্মীদের নিয়ে অবস্থানকালে এসব কথা বলেন তিনি।
জামাত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এডভোকেট সানজিদা খানম বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াত-শিবিরকে রাজনীতি করার সুযোগ দিয়ে বাঙালি জাতির বুকে যে কালিমা লেপন করা হয়েছিল, সেই কালিমা সমস্ত বাংলাদেশের মানুষকে অভিশপ্ত করে তুলেছিল। স্বাধীনতাবিরোধী, রাজাকার ও সন্ত্রাসী সংগঠন জামাত-শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের এক কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তি হয়েছে।
এসময় সকাল থেকে বৃষ্টিতে ভিজে ঢাকা-৪ নির্বাচনি এলাকা পাহারা দেওয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগী অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান হুইপ এডভোকেট সানজিদা খানম এমপি।
বিবার্তা/মোবারক/এইচআর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]