
কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকে দেখতে হাসপাতালে যান জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি।
৩১ জুলাই, বুধবার বেলা ১১টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নেতাকে দেখতে যান তিনি।
সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা নৈরাজ্য চালিয়েছে, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও আগুন দিয়েছে, পুড়িয়েছে শত শত সরকারি গাড়ি, হামলা করেছে থানা-পুলিশ ফাঁড়িতে, হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং লুট করেছে অস্ত্র-গোলাবারুদ। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে সন্ত্রাসীরা।
এদিন বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলার শিকার ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়ার হোসেনকে দেখতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যান এডভোকেট সানজিদা খানম এমপি। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তার সার্বিক খোঁজ-খবর নেন।
এছাড়া একই হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসাধীন নির্বাচনী এলাকা ঢাকা- ৪ এর আওয়ামী লীগ নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন তিনি।
বিবার্তা/এমজে/এইচআর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]