
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৭.৪৫ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজাসহ প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবউল আলম হানিফ। এ সময় রাজনৈতিক মতভেদ ভুলে দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও জেলার ৬টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]