
আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা ১০ জানুয়ারি, বুধবার দুপুর ১২টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম এ সভায় সংসদ নেতা ও সংসদ উপনেতা নির্বাচন করা হবে। এছাড়া চিফ হুইপ ও অন্যান্য হুইপ মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]