
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল জলিল সরকারের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নৌকা প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের সমর্থনে নির্বাচনি জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি জাফর আলী সরকার, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিনু, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভেকেট বিপ্লব হাসান পলাশ প্রমূখ।
বিবার্তা/রাফি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]