
দলের কেন্দ্রীয় নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ভোটের ঠিক ৫ দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন। একইসাথে তিনি জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি।
নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করে চুয়াডাঙ্গার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আপালকালে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন গত বুধবার থেকে কিন্তু আমি নির্বাচনী সব প্রচার-প্রচারণা থেকে বিরত আছি। কেননা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের টাকার কাছে নির্বাচন করার মতো অবস্থা আমার নেই। এ ছাড়া দলের চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ফোন দিলেও তারা ধরেন না। কেন্দ্রে যারা আছেন তারা কেউ সহযোগিতা করছেন না।
সোহরাব হোসেন বলেন, সারাদেশে জাতীয় পার্টির ৩৮৩ জনের মধ্যে সরকারের লোকের সঙ্গে কথা বলে ২৬ জনকে আসন দিয়েছেন। সকল দিক থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের। এই ২৬ জনের কাছ থেকে জিএম কাদেরসহ অনেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
তিনি আরও বলেন, মাঠে এখনও যারা আছেন তারা কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। ভোটের দিনের আগে অনেকেই হয়ত ছেড়ে দিতে পারেন। নির্বাচন আমার মতো মানুষের জন্য না। ভদ্র মানুষের নির্বাচন না। নির্বাচন হচ্ছে অর্থ আর পেশীশক্তির খেলা।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে (সদরের একাংশ-আলমডাঙ্গা) প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা, ফ্রিজ প্রতীকের এম এ রাজ্জাক খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইদ্রিস চৌধুরী ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহীদুর রহমান।
বিবার্তা/আসিম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]