অবরোধ: রাজধানীতে এলডিপির মিছিল
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৪:০৬
অবরোধ: রাজধানীতে এলডিপির মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয়দিনে অবরোধের সমর্থনে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।


১ নভেম্বর, বুধবার বেলা ১১ টায় ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাংকি থেকে মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।


মিছিলটি পল্টন মোড়ে গিয়ে পুলিশি বাধায় ছত্রভংগ হয়ে যায়। এসময় এলডিপির তিনজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এলডিপি যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি এ সময় উপস্থিত ছিলেন।


বিল্লাল হোসেন মিয়াজি বলেন, প্রায় দেড়যুগ ধরে ক্ষমতাসীন দলের অব্যাহত অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, ব্যক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে।


তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনমতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা দিনের আলোর মত পরিষ্কার হয়ে উঠেছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি এতটাই দেউলিয়াত্বে পরিণত হয়েছে যে, পুলিশ ছাড়া ঘর থেকে বের হওয়ার সাহসও তারা হারিয়ে ফেলেছে।


বিবার্তা/এমই/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com