ফের কারাগারে অসুস্থ রিজভী
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ২১:২৯
ফের কারাগারে অসুস্থ রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ফের অসুস্থ হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। 


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে পুরনো ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজন ভ্যানে করে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথেই তিনি অসুস্থ হন বলে জানিয়েছেন রিজভীর সহধর্মিণী আরজুমান আরা বেগম এই অবস্থায় ঈদের আগে শুধু নয়, যত দ্রুত সম্ভব রিজভীকে মুক্তি দিয়ে উন্নত হাসপাতালে চিকিৎসার করানোর দাবি জানান তিনি।


রিজভীর স্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে রুহুল কবির রিজভীকে প্রিজন ভ্যানে করে কেরাণীগঞ্জের কারাগার থেকে পুরান ঢাকার সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে একইভাবে তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মূলত দুপুর ১২টায় তো প্রচন্ড রোদ। এমনতিইে রিজভী একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি তার ওপর প্রচন্ড রোদের সময় প্রিজন ভ্যানে করে তাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার কারণে আরও বেশি অসুস্থ হয়ে যায়।


তিনি বলেন, শুনেছি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রিজভী। এমনতিইে তাকে আদালতে খুবই কাহিল দেখাচ্ছিল।


আরজুমান আরা বেগম বলেন, রিজভীর অসুস্থতার খবর শোনার পর কারাগারে চিকিৎসককে কয়েকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


এরআগে রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম কারাগারে ও আদালতে রিজভীর সঙ্গে দেখা করতে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ আছে। 


প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 


বিবার্তা/ কিরণ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com