রাজনীতিবিদ, পেশাজীবী ও কূটনীতিকদের সম্মানে এবি পার্টির ইফতার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ২১:১৪
রাজনীতিবিদ, পেশাজীবী ও কূটনীতিকদের সম্মানে এবি পার্টির ইফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্টসহ বিভিন্ন পেশাজীবীর সম্মানে ইফতার মাহফিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


৪ এপ্রিল, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, জাতিসংঘের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।


রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেলে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু'র সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলের আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।


স্বাগত বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বঙ্গবাজার মার্কেটসহ দেশের বিভিন্নস্থানে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নানা রকমের ব্যর্থতা ও ঘটনা- দুর্ঘটনায় দেশ আজ নরকে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশ ও দেশবাসীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। পুঁজি হারানো হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান তিনি।


ইফতার পার্টিতে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম মিন্টু ও মাহমুদ আলম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, জাহেদ উর রহমান, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাগপার অপর অংশের খান আসাদুর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের নূরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিংকন, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণী, গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির খোন্দকার গোলাম মোর্তজা, মো. মঞ্জুর হোসেন ঈসা, বিএলডিপির নাজিমউদ্দীন আল আজাদ, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, বাংলাদেশ কল্যাণ পার্টির সাবেক মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফারুকুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির বাবুল সর্দার চাখারী, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম, গণমুক্তি জোটের সভাপতি শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাশেম মাসুদ, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, মুহাম্মদ রাশেদ খান প্রমুখ।


এছাড়াও পেশাজীবী ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএফইউজের এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের বাছির জামাল, মাহমুদ হাসান, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, কর আইনজীবী আব্বাস।


অনুষ্ঠানে ব্যারিস্টার আহমেদ ভুইয়া, মিনহাজুল আবেদীন শরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


তাজুল ইসলাম বলেন, আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অচলায়তন ভেঙে নতুন দিনের নতুন অভিযাত্রার নাম। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতাকে হরণ করে স্বাধীনতার অঙ্গীকারকে কলঙ্কিত করেছে। এ অবস্থা থেকে উত্তরণে এবি পার্টির প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com