নির্বাচনকালীন সরকার ছাড়া, ইসির কোনো সিদ্ধান্তে আগ্রহ নেই বিএনপির
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ২১:৩৭
নির্বাচনকালীন সরকার ছাড়া, ইসির কোনো সিদ্ধান্তে আগ্রহ নেই বিএনপির
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশনের (ইসি) কোনো সিদ্ধান্তে বিএনপির আগ্রহ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ব্যালট পেপারে করার সিদ্ধান্ত প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।


সোমবার (৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আজকে নাকি বলা হয়েছে আগামী নির্বাচনে ইভিএমে ভোট হবে না, ব্যালটে হবে। এ নিয়ে আমাদের একটুও আগ্রহ নেই।


তিনি বলেন, জাতির প্রধান সংকট হচ্ছে নির্বাচনকালীন সরকারের। যার কারণে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে, স্বাধীনতার মূল চেতনা থেকে আজ আমরা বহু দূরে।


প্রসঙ্গত, সোমবার (০৩ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানায়।


ইসি সচিব কারণ হিসেবে রাজনৈতিক ঐক্যমত না হওয়া এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়াকে উল্লেখ করেন। তিনি জানান, এসব কারণেই ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com