সরকারের ব্যর্থতার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে : মোশাররফ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১৫:৩২
সরকারের ব্যর্থতার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে : মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের অবহেলা এবং ব্যর্থতার কারণেই বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ৮ মার্চ, বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।


আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, সেটি আমরা খতিয়ে দেখছি- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন বক্তব্যের কড়া জবাবে তিনি বলেন, সিদ্দিক বাজারের অগ্নিকাণ্ডের ঘটনার শুধু গতকালকেই নয়, আরো অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ তারা জনগণের প্রতিনিধি নয়।


'এ সরকারের অবহেলা এবং ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের ব্যর্থতার কারণে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়। তাদের উস্কানিতে তাদের গুন্ডা পান্ডা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।'


আওয়ামী লীগের খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদেরকে সমাবেশ করতে দেয় না, আমাদেরকে মিটিং করতে দেয় না। কারণ তাদের ভয় আমরা নাকি সমাবেশ করলে ঢাকায় বিস্ফোরণ হবে। জনগণ প্রস্তুত, আজ হোক বা কাল হোক এদেশের বিস্ফোরণ হবে না গণঅভ্যুত্থান হবে।


তিনি বলেন, পাকিস্তান আমলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাশাসক এরশাদকে বিতাড়িত করেছি। এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাশাসক সরে যেতে বাধ্য হয়েছে। শ্রীলংকা যদি পারে বাংলাদেশে অতি শীঘ্রই সেদিন আসবে।


আয়োজক সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।


বিবার্তা/কিরণ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com