‘বিএনপির কাছে ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ’
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:৪১
‘বিএনপির কাছে ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, শেখ হাসিনা আমাদের জন্য শিক্ষাখাতে ৮১ হাজার কোটি টাকা বাজেট ঘোষণা। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। শেখ হাসিনার ছোঁয়ায় দেশের সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আগামি নির্বাচনে ছাত্রলীগের নেত্বতে নৌকায় ভোট দিয়ে বিদেশের সকল অপোশক্তিকে রুখে দিতে হবে। কারণ বিএনপি কাছে ভোটের চেয়ে বাংলার মানুষের লাশ গুরুত্বপূর্ণ। তাদের কাছে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বিদেশে মানি লন্ডারিং করে টাকা পাঠানো গুরুত্বপূর্ণ।


শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান তানভীর হাসান সৈকতকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সৈকতকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজোন করা হয়েছে।



জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও সম্মানিত বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন।


জাতিসংঘের রিয়েল হিরো ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত বলেন, আমাকে ঢাবি ছাত্রলীগের দায়িত্ব দিয়ে লক্ষ্মীপুরবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন। আমরাও আগামি নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দেবো। লক্ষ্মীপুরকে বিএনপি-জামায়াতের অধ্যুষিত বলে কুৎসা রটানো হয়। আগামি নির্বাচনে ৪টি আসন উপহার দিয়ে লক্ষ্মীপুরকে শেখ হাসিনার ঘাঁটি হিসেবে পরিণত করবো। তখন লক্ষ্মীপুর হবে আওয়ামী লীগের ঘাঁটি, লক্ষ্মীপুর হবে জয় বাংলার ঘাঁটি।


বিবার্তা/সুমন/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com