
নাগরিক দায়িত্ব পালনে লোকসভা নির্বাচনে মুম্বাইতে ভোট দিতে দেখা গিয়েছে তারকা দম্পতি দীপিকা-রণবীরকে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে হাত ধরে ভোটকেন্দ্রে নিয়ে যেতে দেখা যায় রণবীরকে।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। বর রণবীরের হাত ধরে এদিন মুম্বাইয়ের পালি হিলে ভোটদান করতে পৌঁছেছিলেন হবু মা।
সাদা ওভার সাইজ শার্ট আর ডেনিমে দেখা মিলল দীপিকার। ঢোলা পোশাকেও স্পষ্ট নায়িকার বেবিবাম্প। আর কোনও জল্পনার জায়গাই নেই, যে দীপিকা সন্তান প্রসব করতে চলেছেন আগামী সেপ্টেম্বরে।
বউয়ের সঙ্গে এদিন নিজেকে মিলিয়েছেন রণবীর। তারও দেখা মিলল সাদা শার্ট আর ডেনিমে। দুজনের চোখে ছিল কালো রোদচশমা। গাড়ি থেকে নেমে স্ত্রীর জন্য দরজা খুলে মিডিয়ার ভিড় থেকে আগলে দীপিকাকে ভোটদান কেন্দ্রে পৌঁছান রণবীর।
ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। আগামী সেপ্টেম্বরে সন্তান হওয়ার কথা। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]