
নাটোরের নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. খোরশেদ আলম (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
২০ মে, সোমবার বেলা ১১টার সময় উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে ২৪৪ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম উপজেলার মাধনগর গ্রামের পূর্বজোয়ান এলাকার মো. বাবু প্রামাণিকের ছেলে। সে পশ্চিম মাধনগর পুরুষোত্তম বাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোমিন আলী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালের দিকে স্কুলছাত্র খোরশেদ আলম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১টার দিকে কানে মোবাইলের হেডফোন দিয়ে রেললাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় ২৪৪ নম্বর ব্রিজের নিকট পৌঁছালে পেছন দিক থেকে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]