নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১২:১৪
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিক্ষোভ সমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে বুধবার (২৫ জানুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে ঢাকায় এ সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। বিএনপির মিত্র দলগুলোও ঢাকায় বিভিন্ন স্পটে এ কর্মসূচি পালন করবে।


সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছে গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক বাম ঐক্য। আরামবাগে পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।


বাকশাল প্রতিষ্ঠার দিন ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে ঢাকার বাইরে দেশের সব মহানগর ও জেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।


বিএনপি সূত্রে জানা গেছে, দাবি আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারি সব মহানগর ও জেলায় নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসতে পারে।


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত রাজধানীর সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান বিশেষ অতিথি থাকবেন।


বিএনপির দপ্তর থেকে জানানো হয়, ঢাকার বাইরে মহানগর ও জেলার বিক্ষোভ কর্মসূচির প্রায় ১১টি স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় বরিশালে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহীতে, ভাইস চেয়ারম্যানদের মধ্যে বরকত উল্লাহ বুলু গাজীপুরে, মো. শাহজাহান কুমিল্লায়, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সিলেটে, শামসুজ্জামান দুদু ময়মনসিংহে, অ্যাডভোকেট আহমেদ আজম খান রংপুরে, নিতাই রায় চৌধুরী খুলনায় এবং যুগ্ম মহাসচিবদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নারায়ণগঞ্জে ও হাবিব উন নবী খান সোহেল ফরিদপুরে দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা কর্মসূচিগুলো সমন্বয় করবেন। তারা তাদের সুবিধা অনুযায়ী ইউনিটের কর্মসূচিতে উপস্থিত থাকবেন।


বিএনপির মিত্রর দলগুলোর মধ্যে ১২-দলীয় জোট রাজধানীর বিজয়গর পানির ট্যাংকির নিচে বেলা ৩টায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এফডিসিসংলগ্ন পার্টি অফিসের সামনে বেলা আড়াইটায়, জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ৩টায় বিক্ষোভ করার কথা জানিয়েছে তাদের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে।


বিবার্তা/কিরণ/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com