পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম
প্রকাশ : ২০ মে ২০২৪, ১৭:৩৬
পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিছুদিন আগে ইয়ামি গৌতমের বেবিবাম্পের ছবি দেখে গুঞ্জন ভেবেছিল নেটিজেনরা। তবে মা হওয়ার খবরটি তিনি প্রকাশ করেছিলেন। এবার বলিউড অভিনেত্রী ইয়ামি নিজেই জানালেন মা হওয়ার খবর।


২০ মে, সোমবার ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।


সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামি জানিয়েছেন তার পুত্রসন্তান হওয়ার সুখবর। ছেলের নাম বেদাবিদ রেখেছেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।


ইয়ামি গৌতম ও তার স্বামী আদিত্য ধর ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে। অদ্ভুত এক রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।


‘আর্টিকল-৩৭০’ সিনেমার প্রচারের সময়ই ইয়ামির মা হতে হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বেবি বাম্প নিয়েই সিনেমার প্রচার সম্পন্ন করেন অভিনেত্রী। পাশে ছিলেন নির্মাতা স্বামী।


সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাদেবের কোলে ছোট্ট শিশুর ছবি শেয়ার করে সূর্য হাসপাতালের দুই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেন ইয়ামি। এরপরই লেখেন, ‘বাবা-মা হিসেবে নতুন এ যাত্রায় আমরা আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের আশা ও বিশ্বাস, পরিবারের পাশাপাশি ও এই সুন্দর দেশেরও (ভারতের) গর্ব হয়ে উঠবে।’


আয়ুশমান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের পথচলা শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে ‘সনম রে’ সিনেমার শুট চলাকালে অভিনেতা পুলকিত সম্রাটের প্রেমে পড়েন ইয়ামি। ২০১৮ সালে দুজনের ব্রেকআপ হয়। ২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। আদিত্য ধর পরিচালিত এ সিনেমায় জাসমিনের চরিত্রে অভিনয় করেন ইয়ামি।


শোনা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। হিমাচল প্রদেশের মেয়ে ইয়ামি। ২০২১ সালে সেখানেই ছিমছামভাবে বিয়ে সারেন। এবার পরিচালক-নায়িকার নতুন সফর শুরু। সুখবর প্রকাশ্যে আসতে না আসতেই শুভেচ্ছার পালা শুরু হয়েছে। ভক্তদের পাশাপাশি তারকারাও নবজাতককে আশীর্বাদ ও শুভকামনা জানাচ্ছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com