বগুড়ায় উপ-নির্বাচনে ১১ জনের প্রার্থীতা বাতিল
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ২১:৫১
বগুড়ায় উপ-নির্বাচনে ১১ জনের প্রার্থীতা বাতিল
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। হলফনামায় গড়মিল থাকায় ১১ জনের প্রার্থীতা বাতিল করা হয়।


রবিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে প্রার্থীতা যাচাই বাছাইয়ের এক পর্যায়ে প্রার্থীদের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।


প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সরকার বাদল, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আব্দুল মান্নান, আশরাফুল আলম ওরফে হিরো আলম, সৈয়দ কবির আহম্মেদ মিঠু, মনসুর আহম্মেদ, রাকিব হাসান সহ অন্যরা।


প্রার্থীতা যাচাই বাছাই চলাকালে সভাকক্ষে 'হট্টগোল' পরিবেশ তৈরি হলে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।


উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কাহালু-নন্দিগ্রাম ও বগুড়া সদর আসন থেকে পদত্যাগ করেন বিএনপির সংসদ সদস্যরা। এরপর শূন্য হয় আসন দুটি।


বিবার্তা/রাহেনুর/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com