৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবিপ্রবি ছাত্রলীগের বৃক্ষরোপন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৪
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবিপ্রবি ছাত্রলীগের বৃক্ষরোপন
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।


এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বলেন, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ-আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পাদক হচ্ছ বৃক্ষ। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে উঁচু নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ।



নুরুল্লাহ পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পাশাপাশি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব ও অপপ্রচার ঠেকাতে দেশের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যেমন তাদের অসাধারণ ভূমিকা রেখেছে, বিভিন্ন সময়ে দেশকে মুক্তিযুদ্ধবিরোধী, স্বৈরশাসন ও সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে রক্ষা করতে যেমন অবদান রেখেছে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার কাজে যেমন নিরলসভাবে কাজ করেছে। একইভাবে ‘ভিশন-২০৪১’ অর্থাৎ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কাজেও তারা একইভাবে ভূমিকা পালন করবে।


বিবার্তা/পলাশ/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com