রাজনীতি
মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ১৫:০৯
মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে নতুন কমিটি গঠন উপলক্ষ্যে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১ জানুয়ারি, রবিবার রাতে কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস-এম সাফায়ত হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান ও মানবাধিকার সম্পাদক মোকাম্মেল হোসেন।


বক্তারা মালয়েশিয়াসহ অন্যান্য দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, প্রবাস ফেরতদের কর্মসংস্থান এবং কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতাসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।


মালয়েশিয়া শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদের সার্বিক তত্বাবধানে আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন- শাখা কমিটির সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসান, সহ-সভাপতি আমীর হোসেন, খান তরিকুল, শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সামছুল বীন কাদের, শিমুল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন, রাশেদুল ইসলাম রাশেদ, আবুল হোসেন, খুরশিদ আলম, মাসুম রেজা ও মনির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/আরিফ/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com