
আওয়ামী লীগ গণতন্ত্র কেড়ে নিয়ে স্বাধীনতার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার নিজেকে রক্ষার জন্য, বেআইনি শাসন বলবৎ রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছে।ক্ষমতায় টিকে থাকতে এবং সুপরিকল্পিতভাবে প্রকৃত ইতিহাস থেকে বিচ্যুত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ। সত্যকে চেপে রেখে দলীয় ভাবনা জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে। দায়িত্বশীল দল হিসেবে বিএনপি প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রয়োজন উপলব্ধি করেছে।
রবিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। একজন ছাড়া এখানে কেউ থাকবে না। এখনও বাংলাদেশে সেটাই চলছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, খেতাবে কী আসে যায়, জিয়াউর রহমানের খেতাবের প্রয়োজন হয় না, তিনি মানুষের হৃদয়ে বসে আছেন। তাকে এতো সহজে মুছে ফেলা যাবে না।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]