শিরোনাম
বাংলাদেশ ও জাসদের ৫০ বছর উপলক্ষ্যে প্রস্তুতি সভা
১ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাসদের পতাকা র‌্যালি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০১
১ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাসদের পতাকা র‌্যালি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ১ মার্চ (সোমবার) সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা র‌্যালি বের হবে। বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর উদযাপনে জাসদের দুই বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী কর্মসূচি হিসাবে ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলায় জাসদ পতাকা র‌্যালি করবে।


১ মার্চ ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পতাকা র‌্যালি সফল করার লক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে জাসদ, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) এর ঢাকা মহানগর কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।


জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।


সভায় বক্তব্য রাখেন মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর হমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের সহ-সভাপতি ও জাতীয় নারী জোট নেত্রী উম্মে হাসান ঝলমল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিম কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, ঢাকা মহানগর পশ্চিম কমিটির সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলী, পূর্বের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় কৃষক জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম।


শিরীন আখতার এমপি বলেন, বাংলাদেশের ৫০ বছর ও জাসদের ৫০ বছর উদযাপনে জাসদের ২ বছরব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জাসদ বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com