শিরোনাম
দেশে চরম বৈষম্য বিরাজ করছে : বাবলু
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ১৯:৫২
দেশে চরম বৈষম্য বিরাজ করছে : বাবলু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমদ বাবলু বলেছেন, করোনার কারণে অনেকেই বেকার হয়ে পড়েছে, জীবন-যাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে তাদের। এমন বাস্তবতায় পয়সা খরচ করে দেশের অধিকাংশ মানুষ করোনার চিকিৎসা নিতে পারছেনা। তাই অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন। দেশে চরম বৈষম্য বিরাজ করছে, অথচ বৈষম্যে বিরুদ্ধেই আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো।


শুক্রবার বিকেলে জাপার কাকরাইল কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সুস্থতা কামনায় জাতীয় মহিলা পার্টি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাবলু বলেন, স্বাস্থ্যসেবা আমাদের জন্মগত অধিকার। স্বাস্থ্যসেবা মানুষের সাংবিধানিক অধিকার। অথচ পয়সা খরচ করে করোনা টেস্ট করতে হচ্ছে যা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছেনা। দেশের মানুষ আজ করোনায় চিকিৎসা পাচ্ছেনা, করোনা টেস্ট করতে পারছেনা।


জাপা মহাসচিব বলেন, দেশে নারীর নিরাপত্তা নেই। নারীরা সম্ভ্রম রক্ষা করতে পারছেন না। ধর্ষণ বেড়েছে লজ্জাজনক হারে। তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ধর্ষণ রোধে মৃত্যুদণ্ডের আইন করতে দাবি করেছিলেন। সরকার জাতীয় পার্টির দাবি অনুযায়ী ধর্ষণ রোধে আইন করেছে কিন্তু ধর্ষণ কমেনি। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারনেই ধর্ষণ রোধ করা সম্ভব হচ্ছেনা। সভ্য সমাজে ধর্ষণ কখনোই মেনে নেয়া যায়না। দেশের মানুষ পরিত্রাণ চায়, দেশের মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি চায়। দেশের মানুষকে মুক্তি দিতে গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ, নির্যাতন ও নিপিড়ন মুক্ত নতুন বাংলাদেশ গড়বে।


জাতীয় মহিলা পার্টির আহবায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি'র সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, জহিরুল আলম রুবেল, মেহেরুননেসা হেনা খান পন্নি, অ্যাডভোকেট লাকী বেগম, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, শফিকুল ইসলাম শফিক, সালমা হোসেন, যুগ্ম-মহাসচিব মোঃ বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন খান, সুলতান মাহমুদ, জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া,, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক ও মোঃ দ্বীন ইসলাম শেখ।


দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি হাফেজ ক্বারী হাবিবুল্লা বেলালী।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com